আসানসোলের পরিবেশ দূষণকে সামনে রেখে মন্ত্রী মলয় ঘটকের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হবে। একথা আগেই পুলিশকে জানিয়েছিল বিজেপি। কথা দিয়েছিল কুশপুতুল জাতীয় কিছু পোড়ানো হবে না। শুধু বিক্ষোভ দেখানো হবে। আপাত দৃষ্টিতে তাই পুরোটাই রাজনৈতিক আন্দোলনের অংশ হলেও সেই আন্দোলন যে এমন ধুন্ধুমার রূপ নেবে তা একেবারেই বোঝা যায়নি।
এদিন দুপুরে আসানসোলের চেলিডাঙার বিএনআর মোড়ের বিজেপি কর্মীরা হাজির হন। আগে থেকেই সেখানে তৃণমূল কর্মীরা হাজির ছিলেন। অভিযোগ বিজেপি কর্মীদের দেখামাত্র তাদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। বিজেপির ২ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। তছনছ করে দেওয়া হয় এক বিজেপি নেতার স্করপিও গাড়ি। গাড়িটিকে ঘিরে চলে তাণ্ডব। বিজেপির অভিযোগ পুলিশ থাকলেও তারা ছিল নীরব দর্শক। বিজেপি কর্মীদের মার খেতে দেখেও তারা তাঁদের বাঁচানোর চেষ্টা করেনি। উল্টে কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ বাবুল সুপ্রিয় সেখানে হাজির হলে তাঁকে আধলা ইট ছুঁড়ে মারা হয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এক কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নিয়ে। যদিও তৃণমূলের এক স্থানীয় নেতার দাবি, মন্ত্রীর বাড়িতে বিক্ষোভ হলে তো প্রতিবাদ হবেই। এদিকে এদিনের ঘটনার পর নড়েচড়ে বসেছে বিজেপি নেতৃত্ব। তাঁদের ওপর এভাবে চড়া হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার আসানসোলে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তেও বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হবেন বিজেপি কর্মী সমর্থকেরা।