রাস্তার ধার ধরে টিউশন পড়তে যাচ্ছিল একাদশ শ্রেণির ৩ ছাত্রী মধুমিতা বাগ, সুমিতা বাগ ও পিঙ্কি নায়েক। আচমকাই তাদের পিছন থেকে এসে ধাক্কা মারে একটি গাড়ি। গতিতে থাকা গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে সুমিতা ও পিঙ্কি। আর গাড়ির সঙ্গে জড়িয়ে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে মধুমিতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুরুতর আহত অবস্থায় সুমিতা ও পিঙ্কি হাসপাতালে ভর্তি। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে।
স্থানীয় মানুষের দাবি, গাড়িতে ৩ যুবক ছিল। গাড়িটি পাকা রাস্তা দিয়েই যাচ্ছিল। আচমকাই তারা ওই ছাত্রীদের দেখে কাঁচা রাস্তায় নেমে আসে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ওই ৩ তরুণীকে ভয় দেখিয়ে মজা করার জন্যই একাজ করে তারা। কিন্তু কাঁচা রাস্তায় নামার পর গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারায় চালক। ফলে গাড়ি গিয়ে পড়ে পাশের নয়ানজুলিতে। ঘটনায় দুই যুবক সুব্রত মাইতি ও দিব্যেন্দু দাসকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, এরা প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল। আরও একজন গাড়িতে ছিল বলে দাবি করেছেন তাঁরা। তবে সে বেপাত্তা। ধৃত ২ জনের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন ও ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। আদালতে পেশ করা হলে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এদিকে ঘটনার পর আতঙ্কে স্থানীয় মানুষজন। রাস্তায় বার হওয়ার পর তাঁদের বাড়ির মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।