সামনে কালীপুজো। তাই পুজোর চাঁদা আদায় করতে মন্দারমণির একটি হোটেলে হাজির হন স্থানীয় কালিন্দী কালীপুজো কমিটির সদস্যরা। টাকা চাইলে হোটেল ম্যানেজার সাফ জানিয়ে দেন হোটেলগুলির অ্যাসোসিয়েশনের তরফে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাই সেখানে আবেদন জানাতে।
অভিযোগ তাতে ম্যানেজার কৃষ্ণেন্দু গুছাইতকে ভয় দেখিয়ে তখনকার মত বিদায় নেয় পুজো কমিটির সদস্যরা। পরে রাতে যখন কৃষ্ণেন্দুবাবু বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তখন তাঁকে ঘিরে ধরে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে ওই কালীপুজো কমিটির কয়েকজন সদস্য। যখন কৃষ্ণেন্দুবাবুর প্রায় সংজ্ঞাহীন অবস্থা তখন রাস্তার পথচারীরা এসে পরায় তাঁকে ফেলে চম্পট দেয় কমিটির সদস্যরা। আহত হোটেল ম্যানেজারকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।