প্রবল বৃষ্টির জেরে কলকাতায় সকাল থেকে ৪টি দুর্ঘটনার খবর মিলেছে। চিত্তরঞ্জন অ্যাভিনিউতে সকালে ১টি দুধের গাড়ি ধাক্কা মারে ১টি ওলাতে। অন্য একটি দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়। দুপুরের দিকে বিটি রোডেও একটি দুর্ঘটনার ঘটনা ঘটে। এদিকে টানা বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় যানবাহনের গতি ছিল শ্লথ। এদিকে শুধু কলকাতা নয়, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ায় এদিন দিনভর টানা বৃষ্টি চলেছে। ফলে জনজীবন অনেকটাই থমকে যায়।
দিঘা ও মন্দারমণিতে সতর্কতা জারি করে প্রশাসন। সমুদ্র উত্তাল থাকায় কাউকে সমুদ্রে নামতে বা বিচে ঘুরতে মানা করা হয়। দিঘায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করেছে প্রশাসন। ফলে সেখানে অধিকাংশ পর্যটকই হোটেল থেকে বার হননি। এদিকে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের শুক্রবারই সমুদ্রে যেতে মানা করেছিল প্রশাসন। যে মাছ ধরার ট্রলারগুলি আগেই বেরিয়েছিল সেগুলিও শনিবার অধিকাংশই ফিরে আসে। শুধু পাথরপ্রতিমা থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মা গঙ্গা নামের একটি ট্রলার উত্তাল সমুদ্রে উল্টে যাওয়ায় ৪ জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে যান। তাঁদের খোঁজ শুরু হয়েছে। তবে সমুদ্র ভয়ংকর চেহারা নেওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এদিকে নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় তার আর নতুন করে ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়া সম্ভব নয় বলেই মনে করছেন আবহবিদেরা। বরং যত সেটি স্থলভূমিতে ঢুকবে, তত তা শক্তি হারাবে বলে মনে করছেন তাঁরা।