State

কথা দিয়েও খুলল না এটিএম, আমজনতার হয়রানি অব্যাহত

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে দেশ জুড়ে অচলাবস্থা অব্যাহত। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিভিন্ন ব্যাঙ্কের সামনে দীর্ঘ লাইন। হাপিত্যেস করে মানুষজন দাঁড়িয়ে আছেন নোট বদল করার জন্য। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছে বৃদ্ধ থেকে মহিলাদেরও। অফিস টাইম হওয়ায় বাড়ির মহিলাদেরই লাইন দিতে হয়েছে অনেকক্ষেত্রে। কয়েকটি ব্যাঙ্কে অসুখে ভোগা মানুষজনকেও বাধ্য হয়ে হাজির হতে হয়েছে ওষুধ থেকে বাড়ির অন্যান্য প্রয়োজনের টাকার জন্য।

এদিকে শুক্রবার থেকে এটিএম খোলার কথা থাকলেও অধিকাংশ এটিএমই ছিল বন্ধ। কিছু এটিএমের অর্ধেক শাটার টানা। কিছু এটিএমে কার্ড সোয়াইপ করেও ১ টাকাও দেখেতে পাননি গ্রাহকরা। ‌যেহেতু আগে থেকে ঘোষণা করা হয়েছিল, তাই অনেকেই এদিন সকালে এটিএমগুলির সামনে লম্বা লাইনে দাঁড়ান। কিন্তু টাকা না মেলায় তাঁদের ফিরে যেতে হয়। বিকেলের দিকে সামান্য কিছু এটিএম সচল হয়। কিন্তু মানুষের চাহিদা পূরণের জন্য তা পর্যাপ্ত নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তেই ব্যাঙ্কের সামনে ভিড়ের চাপ অশান্তির জন্ম দিয়েছে। অনেক জায়গা থেকেই ঝগড়া, ধাক্কাধাক্কি, ধস্তাধস্তির খবর মিলেছে। ফলে অচলাবস্থা জারি রয়েছে। কবে যে অবস্থা স্বাভাবিক হবে তাও পরিস্কার নয়। যদিও বিশেষজ্ঞদের মতে, অবস্থা স্বাভাবিক হতে আর দিন কয়েক অপেক্ষা করতে হবে সকলকে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button