বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শনিবার ভোটগ্রহণ হল রাজ্যের ২টি লোকসভা ও ১টি বিধানসভা আসনে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ করে কোচবিহার লোকসভা আসনে ভোট বাতিলের দাবি করে সিপিএম। জেলাশাসকের কাছে পুনরায় ভোটগ্রহণের দাবি তোলে বিজেপিও। এদিকে হলদিয়ায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। সকাল থেকেই বেশ কিছু জায়গায় ভোটারদের বেছে বেছে ঢুকতে দেওয়া হচ্ছে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে সিপিএম। বিজেপি প্রার্থীকে এক জায়গা থেকে চলে যেতে বাধ্য করেন একদল জনতা।
মন্তেশ্বর বিধানসভা আসনেও এদিন ভোট গ্রহণ হয়েছে। তবে এখানে ভোট চলাকালীন বেলাগাম সন্ত্রাসের অভিযোগ করে কংগ্রেস প্রার্থী বুলবুল আহমেদ শেখের প্রার্থীপদ প্রত্যাহার করে নেয় কংগ্রেস। কংগ্রেসের দাবি, ২৭৩টি বুথের মধ্যে ২৫৬টিতেই তারা এজেন্ট দিতে পারেনি। এদিন কোচবিহারে ভোটের লাইনের চেয়ে ব্যাঙ্ক বা এটিএমের সামনে লাইন ছিল অনেক বড়। প্রশ্ন করা হলে অনেকেই জানান, আগে নোট পরে ভোট। তাই আগে নোটের লাইনে দাঁড়িয়েছেন তাঁরা। পরে সময় পেলে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে যাবেন!