State

ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মৃত ২ বৃদ্ধ

নোট বাতিলের পর ব্যাঙ্কের বিশাল লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল ২ বৃদ্ধের। ২ জনেই পেনশনভোগী। মাসের শুরুতে নিজেদের পেনশনের টাকা তুলতেই ব্যাঙ্কে লাইন দিয়েছিলেন তাঁরা। প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে। ৭৩ বছরের বৃদ্ধ রবীন মুখোপাধ্যায় এদিন সকাল সকালই লাইন দেন স্থানীয় এসবিআইয়ের শাখায়। উদ্দেশ্য ছিল পেনশন তোলা। প্রত্যক্ষদর্শীদের মতে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন তিনি কাউন্টারের কাছাকাছি পৌঁছন তখন অসুস্থ বোধ করতে শুরু করেন ওই বৃদ্ধ। দ্রুত অবস্থার অবনতি হয়। ব্যাঙ্কের কর্মীরাই চিকিৎসক ডেকে তাঁর প্রাথমিক শুশ্রূষা করান। পরে তাঁকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

অপর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে। প্রাথমিক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ৮০ বছরের ভীষ্মদেব নস্কর এদিন সকালে ইউবিআইয়ের স্থানীয় শাখায় গিয়েছিলেন পেনশনের টাকা তুলতে। একঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তিনি অসুস্থ বোধ করেন। লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনই তাঁর মাথায় জল ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। পরে তাঁকে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকেও মৃত বলে ঘোষণা করেন।


 


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button