বাড়িতে ডেকে নিয়ে গিয়ে প্রতিবেশি মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল কোচবিহারের পানিশালার এক তৃণমূল বুথ সভাপতির বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা রত্নেশ্বর রায় সহ ৪ জনের বিরুদ্ধে মৃতা মহিলার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তেরা পলাতক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রতিবেশি যমুনা রায়ের পরিবারের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছিলেন রত্নেশ্বর রায়। গ্রেটার কোচবিহারের সমর্থক ওই পরিবারকে গ্রামে চাষ করতে দেওয়া হচ্ছিলনা। চাপের মুখে বেশ কিছুদিন গ্রামছাড়া থাকার পর হালেই ফের গ্রামে ফিরেছেন যমুনা ও তাঁর পরিবার। এদিন যমুনা রায়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যান রত্নেশ্বর। তারপরই তাঁর দগ্ধ দেহ রত্নেশ্বর রায়ের দালানে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তেরা সকলেই পলাতক। এদিকে তৃণমূলের তরফে এই ঘটনায় দলের যোগাযোগ অস্বীকার করা হয়েছে।