প্রকাশ্য দিবালোকে এক তরুণীকে ধরে বেধড়ক মারল ২ যুবক। রাস্তার ওপর ঘটনাটি ঘটলেও কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি বলে অভিযোগ। আক্রান্ত তরুণীর অভিযোগ বাঁচানোর জন্য চিৎকার করেও অদূরে দাঁড়ানো ট্রাফিক পুলিশের কাছ থেকে সাহায্য মেলেনি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কদমতলায়। তরুণীর দাবি, তিনি একটি স্কুটার চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন তাঁর এক বন্ধু। একটি পার্কিংয়ের কাছে তাঁকে দেখে এক যুবক কটূক্তি করে। তাঁরা প্রতিবাদ করায় বাইকে চেপে তাঁদের পিছু নেয় ওই ২ বেপরোয়া যুবক। তারপর পিছনে বসা তরুণীর বন্ধুকে চলন্ত স্কুটার থেকে টেনে ফেলে দেয়। শুরু হয় মার। তরুণী বন্ধুকে বাঁচাতে গেলে তাঁর ওপর চড়াও হয় ওই ২ যুবক। চলে যথেচ্ছ কিল ঘুষি। ঘুষিতে তরুণীর চোখে বড় ধরণের আঘাত লেগেছে। এদিকে তরুণীর বন্ধুর দাবি, সেইসময়ে সাহায্য চেয়ে চেঁচিয়েও কোনও লাভ হয়নি। না, আশপাশের লোক, আর না পুলিশ, কেউ এগিয়ে আসেনি। তরুণী ওই যুবকদের নামে জলপাইগুড়ির কলোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।