লোহার পাত বোঝাই ট্রেলারটি দাঁড়িয়েছিল রাস্তার ধার ঘেঁষে। দ্রুত গতিতে ছুটে এসে সেখানেই ধাক্কা মারল একটি পর্যটক বোঝাই বাস। উলুবেড়িয়ার কুলগাছিয়ায় ৬ নং জাতীয় সড়কের ওপর ঘটনাটি ঘটে। বাসের মধ্যে ঢুকে যায় ট্রেলারের লোহার পাত। ঘটনাস্থলেই ৪ বাসযাত্রীর মৃত্যু হয়। আহত ৪০ জন। তাঁদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, পুরী থেকে বেড়িয়ে ওই বাসে ফিরছিলেন সিদ্ধেশ্বরতলার বাসিন্দারা। ভোরে ঘন কুয়াশার মধ্যেই বাসটি যথেষ্ট গতিতে আসছিল। কিন্তু রাস্তা পরিস্কার করে দেখা যাচ্ছিলনা। পুলিশের প্রাথমিক অনুমান কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটে। এদিকে ট্রেলার ও বাসের চালক পলাতক। গ্যাস কাটারের সাহায্য নিয়ে বাসের মোটা পাত কেটে আহত যাত্রীদের বার করে আনা হয়। কুয়াশা কেড়ে নিয়েছে আসানসোলের ৩ যুবকের প্রাণও। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাত ১২টা নাগাদ হোটেলে খেয়ে বাড়ি ফিরছিলেন জামুরিয়া বাজারের বাসিন্দা ৬ যুবক। নিজেদের গাড়িতেই ফেরার সময় আচমকাই রাস্তার পাশের পুকুরে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। বাকি ৩ জনকে আহত অবস্থা হাসপাতালে ভর্তি করা হয়েছে।