ঠিক ছিল হবে যুব তৃণমূলের রাজনৈতিক প্রশিক্ষণ শিবির। কিন্তু একই দিনে ওই হলেই সরকারি অনুষ্ঠান থাকায় তা বাতিল করতে হয়। আর তাই নিয়েই ক্ষোভ আছড়ে পড়ে রাস্তায়। তৃণমূলের দুই গোষ্ঠর মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। তার জেরেই রণক্ষেত্রের চেহারা নিল বসিরহাটের রবীন্দ্রভবন সংলগ্ন এলাকা। দুই পক্ষই একে অপরের দিকে বাঁশ, লাঠি নিয়ে তেড়ে যায়। বিরোধী গোষ্ঠীর কাউকে নাগালে পেলে চলেছে যথেচ্ছ মার। সেইসঙ্গে ভাঙচুর হয়েছে অটো, গাড়ি, বাইক। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ছাত্র নির্বাচনের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে এদিন বেলুড়ের লালবাবা কলেজ চত্বরও রণক্ষেত্রের চেহারা নেয়। এখানেও তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠেছে। একইভাবে উত্তপ্ত হয়েছে উত্তর দিনাজপুর।