ভোররাতে টাইফুনের দাপটে তছনছ হযে গেল উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে হিঙ্গলগঞ্জ সহ তার আশপাশের এলাকা। হিঙ্গলগঞ্জে ঝড়ের দাপটে ৫০টির ওপর বাড়ি ভেঙে পড়েছে। উপড়ে পরেছে অগুন্তি গাছ। বিদ্যুতের খুঁটি উপড়ে অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। বাড়ি ভাঙা বা গাছ উল্টে পড়ার জেরে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এদিকে সকাল থেকে সাফাইয়ের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। বুধবার ভোরের দিকে কলকাতাতেও প্রবল ঝড়-বৃষ্টি হয়। বৃষ্টির জেরে অনেক এলাকায় জল জমে যায়। তবে ঝেঁপে হলেও বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি।
Leave a Reply