একদিনে বন্ধ হয়ে গেল ২টি জুট মিল। রাতারাতি বেকার হয়ে গেলেন ৪ হাজার ৩৫০ জন শ্রমিক। অন্যদিনের মতই এদিন সকালে নৈহাটির নদিয়া জুট মিলে কাজ করতে গিয়েছিলেন শ্রমিকরা। কিন্তু গিয়ে দেখেন গেটে তালা ঝুলছে। সেখানে ঝুলছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস। প্রতিবাদে ফেটে পড়েন শ্রমিকরা। ক্ষোভ গড়ায় ঘোষপাড়া রোডে। ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। নদিয়া জুট মিলে তালা ঝোলায় একদিনে বেকার হয়ে গেলেন এখানকার ৪ হাজার শ্রমিক। বেশ কিছুদিন ধরেই নদিয়া জুটমিলে শ্রমিক অসন্তোষ দানা বাঁধছিল। কারাখানার ২টি ইউনিটের মধ্যে একটি ইউনিট বন্ধ রাখা নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছিল। গত বুধবার ক্ষোভ চরমে ওঠে। তারপরই এদিন সকালে কারখানার গেটে তালা ঝুলতে দেখেন শ্রমিকরা। অন্যদিকে নদিয়া জুট মিলের পাশাপাশি ফের এদিন তালা ঝুলল হাওড়ার কানোরিয়া জুট মিলে। বেশ কিছুদিন ধরে বেতন না পেয়ে গত বুধবার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তারপরই এদিন সকালে কারাখানার গেটে চালা ঝুলিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কানোরিয়া জুট মিল বন্ধ হওয়ায় ৩৫০ জন শ্রমিক বেকার হয়ে গেলেন।