অশান্ত বাখরাহাটে ১৪৪ ধারা জারি করল প্রশাসন। মহকুমাশাসকের নির্দেশে বৃহস্পতিবার থেকে ১৪৪ ধারা লাগু হয়েছে। এদিন মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেছে পুলিশ। ৪ জনের বেশি এক জায়গায় জমায়েত করার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে স্কুল, কলেজ, দোকানপাট সবই স্বাভাবিক থাকবে। বেপরোয়া গাড়ির ধাক্কায় স্কুল পড়ুয়া ও তার অভিভাবকের মৃত্যুর পর থেকেই জ্বলছিল বাখরাহাট। বেপরোয়া গাড়ির চালককে গ্রেফতার ও মৃতদের ক্ষতিপূরণের দাবিতে জনতার ক্ষোভ আছড়ে পড়ছিল। গত বুধবার ঘাতক গাড়ির চালক শেখ কালুকে গ্রেফতার করে পুলিশ। তার আগে যদিও ক্ষুব্ধ জনতা স্থানীয় একটি পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেয়। ফাঁড়ির মধ্যে রাখা বাইকও বাইরে এনে জ্বালিয়ে দেওয়া হয়। তারপরই এদিন সকালে এলাকায় ১৪৪ ধারা জারির নির্দেশ দেন মহকুমাশাসক।