প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর পাড়ায় এসেছিলেন যুবকটি। কিন্তু তাতে প্রবল আপত্তি ছিল পাড়ার কিছু ছেলের। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোঁড়া করার তত্ত্বকে গানের কলি থেকে কঠোর বাস্তবের রূপ দিল তারা। ব্যাপক মারের শিকার হল নিরীহ প্রেমিক। এমন ঘটনার কথা পাড়ায় জানাজানি হতে সময় নেয়না। কিন্তু কী অপরাধ ওই যুবকের? কেন তাকে এভাবে নিগ্রহের শিকার হতে হল? পাড়ার ক্লাবেই বসল এ নিয়ে সালিশি সভা। মধ্যস্থতার দায়িত্বে পাড়ারই বিচক্ষণ ব্যক্তি পূর্ণচন্দ্র মাঝি। সব শুনে তিনি রায় দিলেন পাড়ার ছেলেদের বিপক্ষে। নিগৃহীত যুবকের কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন পাড়ার ছেলেদের। এই রায় মেনে নিতে পারেনি পাড়ার কয়েকজন ছেলে। অভিযোগ, রাতে যখন পূর্ণচন্দ্রবাবু বাড়ি ফিরছিলেন তখন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ওই পাড়াতেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে ক্ষুব্ধ ছেলেরা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা পাড়া। অভিযুক্তরা পলাতক।