
ছাত্র সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজ। বৃহস্পতিবার কলেজ ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদে কে বসবে তা নিয়ে দু’দল ছাত্রছাত্রীর মধ্যে বচসা বাধে। ক্রমশ উত্তেজনার পারদ চড়তে থাকে। শুরু হয় সংঘর্ষ, ভাঙচুর। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশকে দেখে ছাত্রছাত্রীরা পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি শুরু করে। পাল্টা পুলিশও লাঠি উঁচিয়ে তেড়ে যায় মারমুখী ছাত্রদের দিকে। কলেজের সামনের মাঠেও ছড়িয়ে পড়ে গণ্ডগোল। অবস্থা সামাল দিতে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে। গোটা ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কাহিনি। সূত্রের খবর, কলেজের সাধারণ সম্পাদক করা নিয়ে তৃণমূলের বর্তমান বিধায়ক কানাইলাল আগরওয়ালের সঙ্গে প্রাক্তন বিধায়ক আবদুল করিম চৌধুরীর ঝামেলা। সেই ঝামেলার জেরেই এই লঙ্কাকাণ্ড। এদিনের সংঘর্ষে ৫ পুলিশকর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্র সংঘর্ষে ১০ জন ছাত্র জখম হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের মাথা ফেটে গেছে। তাদেরও চিকিৎসা চলছে।