
এক ব্যক্তিকে গুলি করে কুপিয়ে খুন করল কয়েকজন দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে। পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার সময় আবদুল বারি নামে ওই ব্যক্তির পথ আটকায় জনা পাঁচেক দুষ্কৃতী। প্রথমে পরপর গুলি করা হয় তাকে। তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আবদুল বারির। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই খুন। যদিও স্থানীয় বাসিন্দারা অন্য দাবি করছেন। তাঁদের দাবি মৃত ব্যক্তি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল। ৫ জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। কেউ এখনও গ্রেফতার হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।