
রাস্তায় ধস নেমে বন্ধ হয়ে গেল আসানসোলের কুলটি থেকে বোরিনা যাওয়ার রাস্তা। রাস্তার মাঝ বরাবর ধস নেমেছে। পিচ রাস্তা ফেটে গিয়েছে। স্থানীয় মানুষের অভিযোগ আশপাশে কয়লা খনি রয়েছে। সেখান থেকে কয়লা তোলায় মাটির তলা ফাঁপা হয়ে গেছে। কিন্তু সেই ফাঁপা অংশ ঠিকমত ভরাট করা হচ্ছে না। ফলে প্রায়শই বিভিন্ন এলাকা ধসের কবলে পড়ছে। পাশাপাশি বেআইনিভাবে কয়লা তোলাকেও মাটির তলা ফাঁপা হওয়ার অন্যতম কারণ হিসাবে তুলে ধরেছেন তাঁরা। কয়লাখনি ভরাটের কাজ দ্রুত শুরু করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় বিসিসআই কয়লাখনি কর্তৃপক্ষ।