আকাঙ্ক্ষা শর্মাকে সেই খুন করেছে। এদিন বাঁকুড়া আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে দাঁড়িয়ে একথা কবুল করল উদয়ন দাস। এদিন তাকে আদালতে পেশ করা হলে উদয়নের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের জন্য আবেদন জানান। কিন্তু কয়েকটা কথার পরেই উদয়ন জানায় সে-ই আকাঙ্ক্ষাকে খুন করেছেন। জামিন নিতেও অস্বীকার করে সে। এরপর তার গোপন জবানবন্দি দেওয়ার কথা শোনার পর তাতে সম্মতি দেন বিচারক। জানান, তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই জবানবন্দি গ্রহণ করবেন। আর তা তিনি করবেন তাঁর সুবিধামত সময়ে। এদিকে এদিন রায়পুর পুলিশ আদালতে নথি জমা দিয়ে রায়পুরে হওয়া ৩টি মামলার জন্য উদয়নকে নিজেদের হেফাজতে চায়। কিন্তু বিচারক জানিয়ে দেন গোপন জবানবন্দি দেওয়ার পরই উদয়নকে তাঁরা রায়পুরে নিয়ে যেতে পারবেন।