
বাংলাদেশে হাইস্পিড ডিজেল পাঠাল ভারত। শিলিগুড়ির রাঙাপানির টার্মিনাল থেকে রেলপথে এই ডিজেল পাঠান হয়। ৫০ টি ট্যাঙ্কারে ২ হাজার ২০০ মেট্রিক টন ডিজেল পাঠান হয়েছে। ৫১৬ কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি বাংলাদেশের পার্বতীপুরে পৌঁছয়। এদিন শিলিগুড়িতে ট্রেনটিকে বাংলাদেশের উদ্দেশে রওনা করেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী এই ডিজেল বাংলাদেশে পাঠাল ভারত। এর আগে ব্রহ্মপুত্র নদ দিয়ে বাংলাদেশে জলপথে ডিজেল পাঠিয়েছিল ভারত। দ্বিপাক্ষিক চুক্তি মেনে আগামী দিনে হলদিয়া থেকে হাওড়া হয়ে বাংলাদেশে একটি তেলের পাইপলাইন তৈরি করার পরিকল্পনাও করা হয়েছে।