
৩০ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ উঠল এক পোস্টমাস্টারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নডিও দুলমি এলাকার একটি পোস্ট অফিসে। ঘটনা সামনে আসার পর থেকেই পলাতক পোস্টমাস্টার কালীপদ রজক। তাঁর বাড়ির লোকজনও বলতে পারছেন না কালীপদবাবু কোথায় আছেন। নিজের বাড়ি বিক্রির পর সে পালিয়া যায় বলে জানতে পেরেছ পুলিশ। এদিকে এমন এক ঘটনা সামনে আসার পর কালীপদ রজকের পরিবারের লোকজন আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন। কালীপদবাবুর বিরুদ্ধে পুরুলিয়া সদর থানায় আর্থিক জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছে। পোস্ট অফিসের অন্যান্য কর্মীদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।