গাড়ির ওপর আলকাতরা ভরা ট্যাঙ্কার উল্টে মৃত্যু হল ৭ জনের। যারমধ্যে ২ শিশু ও ২ মহিলা রয়েছেন। বুধবার সকাল ৯টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমানের রথতলার কাছে হাইওয়ের ওপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি আলকাতরা ভরা ট্যাঙ্কারটিকে বাঁ দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করছিল। গাড়িটিকে বাঁ দিক দিয়ে ওভারটেক করতে দেখে জায়গা দেওয়ার চেষ্টা করে ট্যাঙ্কারটি। আর সেই জায়গা দিতে গিয়েই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ির ওপর। গাড়িটি আলকাতরা ভরা ট্যাঙ্কারের তলায় চাপা পড়ে যায়। চাপা পড়া গাড়ি থেকে ভেসে আসে শিশুকণ্ঠের চিৎকার। বাঁচানোর আর্তি। স্থানীয় লোকজন ছুটে আসেন। ক্রেন এনে দ্রুত ট্যাঙ্কারটিকে সরানোর চেষ্টা করতে গেলে গরম আলকাতরা গিয়ে পড়ে গাড়িতে। প্রায় ঘণ্টা দেড়েক পর ট্যাঙ্কারটিকে সরানো সম্ভব হয়। গাড়ির ভিতর থেকে ২ শিশু সহ ৭ জনের দেহ বার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পুলিশ সূত্রের খবর, হাসপাতালে পাঠানোই সার। কারণ ততক্ষণে সকলেরই মৃত্যু হয়েছে। এদিকে এই দুর্ঘটনার জেরে ওই রাস্তায় ২ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে যানচলাচল ফের শুরু হলেও অবস্থা স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায়।