দোলের দিন সকলে তখন রং খেলতে ব্যস্ত। অভিযোগ সে সময়ে নদিয়ার শান্তিপুর থানা এলাকার বাসিন্দা পৌলমী ধোনি ও তাঁর স্বামী বিশ্বজিত ধোনির মধ্যে বিবাদ চরমে ওঠে। ২০০৫-এ বিয়ে। তারপর থেকে বড় একটা শান্তিতে জীবন কাটাননি এই দম্পতি। পাড়ার লোকের দাবি, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকত। অভিযোগ, দোলের দিন তা চরম আকার নেয়। এই অবস্থায় স্থানীয় কাউন্সিলর পুলিশে খবর দেন। পৌলমীদেবীর অভিযোগ শান্তিপুর থানার এসআই জয় দাস দোলের দিন বেলায় তাঁদের বাড়িতে হাজির হন। তারপর তাঁকে থানায় যেতে বলেন। কেন তাঁকে থানায় যেতে হবে? কী দোষ তাঁর? একথা জিজ্ঞেস করলে এসআই জানান কাউন্সিলরের নির্দেশ, তাই তাঁকে থানায় যেতে হবে। অভিযোগ, পৌলমীদেবী ও তাঁর ৯ বছরের মেয়েকে রং মাখা অবস্থায় বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে টানা ৩ দিন মা-মেয়েকে এক কাপড়ে থানায় থাকতে বাধ্যও করা হয় বলে দাবি করেছেন পৌলমীদেবী। ৩ দিন পর সাদা কাগজে সই করিয়ে ছাড়া হলেও পাড়ায় ঢোকার পর থেকেই হুমকির মুখে পড়তে হচ্ছে তাঁকে। শান্তিপুর থানা তাঁর কোনও অভিযোগ না নেওয়ায় পুরো অভিযোগ বিস্তারিতভাবে এসডিপিও-র কাছে জানিয়েছেন পৌলমীদেবী।