কাদের কৃতিত্বে দাঁতন স্টেশনে থামছে ধৌলি এক্সপ্রেস? এই নিয়ে তৃণমূল, বিজেপি সংঘাতে ধুন্ধুমার দাঁতন স্টেশনে। শনিবার সকালে দাঁতন স্টেশনে থামে ধৌলি এক্সপ্রেস। ট্রেন থেকে নামেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই স্টেশনে বিজেপির পতাকা হাতে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। ট্রেন থেকে নেমে জয় জানিয়ে দেন এবার থেকে দাঁতন স্টেশনে নিয়মিত থামবে ধৌলি। রাজ্য বিজেপির আবেদনে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। অন্যদিকে তৃণমূলের দাবি এই কৃতিত্ব কখনই বিজেপির নয়। কৃতিত্ব এলাকার সাংসদ সন্ধ্যা রায়ের। এই নিয়ে স্টেশন চত্বরেই দু’পক্ষে বচসা বাধে। পরে হাতাহাতি। বিজেপির অভিযোগ তৃণমূল কর্মীরা তাদের দলীয় পতাকা ছিঁড়ে দিয়ে তাদের মারধর করেছে। অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।