
বহরমপুর পুরসভা তৃণমূলের দখলে। বৃহস্পতিবার তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন কংগ্রেস কাউন্সিলররা। এরপর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি তুলে দিতে যান তাঁরা। অভিযোগ এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও পুরসভায় ঢুকতেই তাঁদের সঙ্গে তৃণমূল কাউন্সিলর ও কর্মীদের বচসা শুরু হয়। পরে তা গড়ায় হাতাহাতি পর্যন্ত। দু’পক্ষে তুমুল সংঘর্ষ শুরু হয়। একাধিক কাউন্সিলরের জামা ছিঁড়ে যায়। ধুন্ধুমার সামলাতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এরপর তাঁদের ওপর হামলার অভিযোগ করে বহরমপুরে মিছিল বার করে তৃণমূল। অভিযোগ মিছিল কংগ্রেস কার্যালয়ের কাছ দিয়ে যাওয়ার সময় কার্যালয় লক্ষ করে ইটও ছোঁড়া হয়। গোটা ঘটনায় বহরমপুরে কংগ্রেস-তৃণমূলে চাপা উত্তেজনা রয়েছে।