রাতে সব মিটে গিয়েছিল। মিটমাট করে যে যার ঘরে ঘুমোতেও চলে গিয়েছিলেন। কিন্তু তা যে আদপে মেটেনি তা শনিবার সকালেই প্রমাণ হয়ে গেল। এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ২ ভাই অসিত ও নিশীথ দলুইয়ের বিরুদ্ধে। ঘটনার আগুন অনেকদিন ধরেই ধিকিধিকি জ্বলছিল। স্থানীয়দের দাবি, বলরামপুর গ্রামের বাসিন্দা মনোজিৎ ঘাটি অনেকদিন ধরেই মদ্যপান করে এসে স্ত্রীয়ের সঙ্গে অশান্তি করতেন। মারধরও করতেন। তার প্রতিবাদও অনেক সময়ে অনেকে করেছেন।
এদিকে এই গ্রামেরই বাসিন্দা ২ ভাই অসিত ও নিশীথ দলুইয়ের সঙ্গে মনোজিতের নানা বিষয়ে অশান্তি লেগে থাকত। গত শুক্রবার রাতে মদ্যপান করে বাড়ি ফিরে মনোজিত স্ত্রীকে মারধর করতে শুরু করেন। মনোজিতের স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন দুই ভাই। কিছুক্ষণ পর সকলের হস্তক্ষেপে সব মিটমাট হয়ে যায়। কিন্তু শনিবার সকালে ফের দুই ভাইয়ের সঙ্গে মনোজিতের অশান্তি শুরু হয়। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা হিসাবে পরিচিত ২ ভাই বাঁশ নিয়ে মনোজিতের ওপর চড়াও হন। তাঁকে প্রবল মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মনোজিত। তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এরপরই মৃতের স্ত্রী আমতা থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই দুই ভাই পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।