দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ডাকাতির বিভীষিকা কাটতে না কাটতেই ফের দুঃসাহসিক ডাকাতি। এবার অকুস্থল উত্তর ২৪ পরগনার খড়দহের অরুণাচল মোড়। এখানে একটি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় শনিবার সকাল ১০টার সময় হানা দেয় ৩ জনের একটি ডাকাতদল। সবে তখন সংস্থার অফিস খোলা হয়েছে। বাইরে দাঁড়িয়ে এক প্রৌঢ় নিরাপত্তারক্ষী। অফিসের ভিতরে ৩ জন কর্মী। এই সময় গ্রাহক সেজে ২ জন ডাকাত ভিতরে ঢুকে পড়ে। একজন বাইরে পাহারায় দাঁড়িয়ে থাকে। ডাকাতির আঁচ পেয়ে সুরক্ষাকর্মী তাদের আটকাতে গেলেও তাতে কাজের কাজ কিছু হয়নি। এরপর ভিতরে কর্মীদের ভয় দেখিয়ে সংস্থার ২টির মধ্যে ১টি লকার ভেঙে সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে ডাকাতরা। এরমধ্যে এক মহিলা গ্রাহক সংস্থায় প্রবেশ করতে গেলে তাঁর পথ আটকায় বাইরে পাহারায় থাকা তৃতীয় ডাকাত। কিন্তু মহিলা জোর করে ভিতরে ঢুকে দেখেন ডাকাতি হচ্ছে। চিৎকার করতে করতে বাইরে আসতে গেলে ওই মহিলাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ডাকাতরা। এরপর সময় নষ্ট না করে এলাকা ছেড়ে চম্পট দেয় তারা। আহত মহিলাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।