
ছ’দিনের জায়গায় এবার থেকে কাজ হবে চারদিন। এই নোটিসেই হুলুস্থুলু বাধল শ্রীরামপুরের ইন্ডায়া জুটমিলে। এদিন সকালে মিল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি নোটিস দেওয়া হয়। সেখানে জানান হয়, এতদিন সপ্তাহে পাঁচদিন কাজ দেওয়া সম্ভব হলেও, এবার থেকে শ্রমিকরা সপ্তাহে চারদিন কাজ পাবেন। এতেই চটে যান শ্রমিকরা। মিলের গেটে শুরু হয় বিক্ষোভ। ক্ষুব্ধ শ্রমিকদের হাতে মার খান মিলের ম্যানেজার। তাঁকে আহত অবস্থায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। মিলের তরফে জানান হয়েছে, উৎপাদনের অবস্থা ভাল নয়। মিল চালাতে সমস্যা হচ্ছে। তাই শ্রমিকদের কর্মদিবস কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।