পূর্বাভাস মেনেই দক্ষিণ কাঁথি বিধানসভা আসনটি দখলে রাখল তৃণমূল। তৃণমূল ঝড়ের মাঝেও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তর দমদম বিধানসভা আসনে হেরেছিলেন মহিলা তৃণমূলের অন্যতম মুখ চন্দ্রিমা ভট্টাচার্য। বিধায়ক পদ হারানো সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে ফের বিধায়ক করতে কাঁথি দক্ষিণ থেকে তাঁকে উপনির্বাচনে প্রার্থী করে দল। এদিন তিনি জিতলেন বিপুল ভোটে। ৯৫ হাজারেরও বেশি ভোটে জিতেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। যদিও চন্দ্রিমা ভট্টাচার্যের জয়ের চেয়েও বেশি চর্চিত হচ্ছে বিজেপির এই আসনে দ্বিতীয় স্থানে উঠে আসা। পশ্চিমবঙ্গের কোনও উপনির্বাচনে যেখানে বাম ও কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হচ্ছে, সেখানে বিজেপির ৫২ হাজারের বেশি ভোট পাওয়া অবশ্যই তৃণমূলের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। যেখানে বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বচন, সেখানে দাঁড়িয়ে পদ্মের উত্থান কিন্তু তৃণমূলকে এই জয়ে আনন্দের চেয়ে বেশি চিন্তাই উপহার দিল।