গলায় বিছানার চাদর জড়িয়ে নিজের ঘরে আত্মহত্যা করলেন এক যুবক। বছর ২২-এর প্রাণেশ বাউরি নামে ওই যুবকের ঘরের বাইরে তখন পুলিশ তাঁকে বেরিয়ে আসার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ করেছেন মৃতের বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের রূপনারায়ণপুরে। প্রাণেশের পরিবারের অভিযোগ ৬ মাস আগে একটি লজে চাকরিতে ঢোকেন প্রাণেশ। কিন্তু সেখানে ৩ মাস কাজ করার পরও মাইনে না পাওয়ায় ৩ মাস আগে চাকরি ছেড়ে দেন। কিন্তু বকেয়া মাইনের জন্য মাঝে মাঝে লজ মালিকের সঙ্গে দেখা করতেন। অভিযোগ বারবার অনুরোধ করা সত্ত্বেও লজ মালিক মাইনে দিচ্ছিলেন না। গত বৃহস্পতিবারও সকালে লজ মালিকের সঙ্গে দেখা করে মাইনে দাবি করেন প্রাণেশ। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বরং রাতে আচমকাই প্রাণেশর বাড়িতে পুলিশ সঙ্গে করে হানা দেন লজ মালিক। প্রাণেশ তাঁর লজ থেকে একটি টিভি সেট চুরি করেছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ প্রাণেশকে ঘর থেকে বেরিয়ে আসতে বলে চাপ দিতে থাকে। পরিবারের অভিযোগ প্রাণেশ টিভি সেট চুরি করেইনি। বরং প্রাপ্য মাইনেটুকুও পায়নি। প্রাণেশও টিভি চুরির অভিযোগ অস্বীকার করেন। পরিবারের তরফে জানানো হয়, তারপরও তাঁকে ঘর থেকে বেরিয়ে আসার পুলিশি চাপ সহ্য করতে পারেননি প্রাণেশ, অপমানে আত্মঘাতী হন তিনি। ঘটনায় পরিবারের তরফে রূপনারায়ণ থানায় বিক্ষোভ দেখানো হয়। লজ মালিক ও পুলিশের নামে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিভাগীয় তদন্তে কোনও পুলিশ কর্মচারি দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।