টানেল বোরিং মেশিন সবে গঙ্গার তলায় মাটি কেটে সুড়ঙ্গ নির্মাণ শুরু করেছে। সেই কাজ কেমন হচ্ছে তা দেখতে এদিন হাওড়ায় মেট্রো সাইটে হাজির হলেন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। মেট্রোর ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে নিচে নেমে কাজ খতিয়ে দেখেন তিনি। পরে বাবুল সুপ্রিয় জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজে নানা কারণে বিভিন্ন সময়ে পরিকল্পনায় রদবদল করতে হয়েছে। থমকে গেছে কাজ। ফলে অনেক সময় নষ্ট হয়েছে। যা খরচও বাড়িয়েছে। আবার নির্দিষ্ট সময়ে কাজও শেষ করতে দেয়নি। ফলে খরচ সামলাতে এবার কাজ নিদির্ষ্ট সময়ে শেষ করতেই হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি মহাকরণ স্টেশন নিয়ে হেরিটেজ বিল্ডিং-এর ক্ষতি প্রসঙ্গে আইআইটি খড়গপুরের কাছে যে রিপোর্ট চাওয়া হয়েছিল তা হাতে এসেছে বলে দেখান বাবুল। তাঁর দাবি, রিপোর্টে আইআইটি খড়গপুর জানিয়েছে কাজের যে পরিকল্পনা করা হয়েছে তাতে কোনও হেরিটেজ সাইটের ক্ষতি হবে না।