গ্রামের বিভিন্ন কোণায় পড়ে আছে দেহাংশ। কোথাও রক্তের চিহ্ন তো কোথাও বোমার পোড়া দাগ। চারপাশে কান্নার হাহাকার। স্বজন হারানোর যন্ত্রণা। বীরভূমের লাভপুরে এদিন সকাল থেকে এটাই ছিল বাস্তব চিত্র। স্থানীয়দের দাবি, দরবারপুর ও মীরবাঁধের দুষ্কৃতীদের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে সকালে। একটি স্কুলের সামনে বোমা পড়ে। স্কুলে তখন ক্লাস চলছিল। আতঙ্কে চিৎকার শুরু করে পড়ুয়ারা। আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষকরাও। সূত্রের খবর, বালি খাদানের লভ্যাংশ নিয়ে সংঘাত দুই বালি মাফিয়ার। যার শিকার হতে হল গ্রামের সাধারণ মানুষকে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। এখনও আশঙ্কাজনক বেশ কয়েকজন। সকলেই বোমার আঘাতে মৃত অথবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গ্রাম জুড়ে বোমার চিহ্ন স্পষ্ট। অনেকের হাত উড়ে গেছে, কারও বা পা। ভয়ংকর চেহারা নিয়েছে লাভপুর। এদিকে স্থানীয়দের একাংশের দাবি, এই লড়াই তৃণমূল আশ্রিত দুই দুষ্কৃতী দলের। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাল্টা তাঁর দাবি, একাজ করেছে সিপিএমের হার্মাদরা। সিপিএম, বিজেপি যদিও এই পরিস্থিতির জন্য প্রশাসনিক ব্যর্থতার দিকেই আঙুল তুলেছে। এদিকে গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধের পরও থমথম করছে গোটা এলাকা।