ভদ্রেশ্বরে তেলেনিপাড়া জেটি ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩-তে। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। নিখোঁজদের খোঁজে গঙ্গায় তল্লাশি অব্যাহত রয়েছে। গত বুধবার সকাল ১০ টা নাগাদ হুগলির ভদ্রেশ্বরের তেলেনিপাড়া জেটির ওপর স্টিমার ধরার ভিড় ছিল অন্যান্য দিনের মতই। প্রায় ৫০ জন যাত্রী অপেক্ষা করছিলেন স্টিমারের জন্য। গঙ্গায় তখন জোয়ারের টান। এমন সময় আচমকাই হুড়মুড়িয়ে গঙ্গায় ভেঙে পড়ে জেটি। গঙ্গায় পড়ে যান যাত্রীরা। মাঝি ও স্থানীয় মানুষজন জল থেকে কয়েকজনকে উদ্ধার করতে সমর্থ হন। কয়েকজন সাঁতরে পারে ওঠেন। কিন্তু বাকিদের অনেকেই জোয়ারের টানে ভেসে যান। তলিয়ে যান গঙ্গায়। প্রথম দিন ৩টি দেহ উদ্ধার হলেও তখনও বেশ কয়েকজন নিখোঁজ ছিলেন। তাঁদের খোঁজে গঙ্গায় তন্নতন্ন করে তল্লাশি শুরু হয়। তারপরই এক এক করে দেহ উদ্ধার হতে থাকে। এদিকে এই ঘটনার পর রাজ্যের ৪টি এমন অস্থায়ী জেটি রাতারাতি বন্ধ করে দিয়েছে প্রশাসন। জেটির সুরক্ষা সুনিশ্চিত করতে শুক্রবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠকেও করেন মুখ্যসচিব।