সকাল থেকে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অন্তর্গত পিচকুরি গ্রামে শ্মশানের নিস্তব্ধতা। পুলিশের গাড়ি আসছে যাচ্ছে। কিন্তু গ্রামবাসীরা কোথায়? কোথাও কিন্তু তাঁদের দেখা মিলছে না। গত রবিবার সন্ধেবেলা আচমকাই ভয়ংকর বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে যায় স্থানীয় তৃণমূল পার্টি অফিস। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা গ্রাম। স্থানীয় তৃণমূলের দাবি, এই ঘটনায় ৩ জন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। সিপিএমই তাদের কার্যালয়ে বোমা মেরেছে বলেও দাবি করেছে স্থানীয় তৃণমূল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। বিজেপি এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছে। এদিকে বিস্ফোরণের ভয়াবহতার ছাপ সোমবারও গ্রামে স্পষ্ট। অধিকাংশ বাড়িতেই তালা। কেমন যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে গোটা পিচকুরিতে। পুলিশ তদন্ত শুরু করেছে।