রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান চলাকালীন আচমকাই ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে মৌমাছি। যাকে পারল হুলে বিদ্ধ করল ‘ক্ষুব্ধ’ মৌমাছিরা। এদিকে অনুষ্ঠানে কচিকাঁচার ভিড়ই ছিল বেশি। সকালে রবীন্দ্রজয়ন্তী পালন করতে জমা হয়েছিল তারা। কিন্তু কবিগুরুর গান, কবিতা তখন মাথায় উঠেছে। চারদিকে কোলাহল, ছোটাছুটি। শিশুদের অনেকেই হুলে বেঁধার যন্ত্রণায় কাঁদছে। সূত্রের খবর, প্রায় ৪০ জন পড়ুয়া হুলবিদ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে। কিন্তু ঠিক কেন মৌমাছিদের এই তাণ্ডব তা খতিয়ে দেখছে প্রশাসন। কেউ কোনও মৌচাকে ঢিল বা কোনও কিছুর খোঁচা দিয়ে মৌমাছিদের রাগিয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।