তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল হুগলির স্টেশন সংলগ্ন রাস্তা। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। ব্যান্ডেলের কাজিডাঙায় একটি পথসভা করার কথা ছিল বিজেপির। তাদের অভিযোগ সেই পথসভা করতে দেয়নি তৃণমূল। কেন তাঁদের পথসভা করতে দেওয়া হল না সেই প্রশ্ন তুলে হুগলির একটি গান্ধী মূর্তির পাদদেশে অবরোধে বসেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ সেই সময়ে তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। তাঁদের বেধড়ক মারধর করা হয়। ভেঙে দেওয়া হয় বাইক। যদিও তৃণমূলের দাবি বিজেপি কর্মীরাই তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষ ঘিরে সন্ধের পরও এলাকায় চাপা উত্তেজনা ছিল।