রাজ্য সরকারের গ্রুপ-ডি পদে ৬ হাজার প্রার্থীর পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ২৫ লক্ষ। যারমধ্যে ভিনরাজ্যের পরীক্ষার্থী প্রায় সাড়ে ৫ লক্ষ। শনিবার পরীক্ষার পর থেকেই তারা একে একে বাড়িমুখো। রবিবার সকালে এমনই বেশ কিছু পরীক্ষার্থী নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন না পেয়ে কার্যত তাণ্ডব চালাল। টায়ার জ্বালিয়ে, ইঞ্জিন ভাঙচুর করে বেশ কিছুক্ষণ স্টেশনে গুণ্ডামি চালায় তারা। তাদের ভয়ে অনেক সাধারণ যাত্রীই স্টেশন চত্বর ছেড়ে পালিয়ে যান। বিহার, ঝাড়খণ্ড থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের দাবি তাদের বাড়ি ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে হবে। যা না হওয়াতেই বিক্ষোভ চরমে ওঠে। এনজেপি স্টেশনে তাণ্ডবের জেরে অনেক ট্রেন আটকে পড়ে। দুর্ভোগের শিকার হন আমযাত্রীরা। পরে রেল পুলিশ এসে লাঠিচার্জ করে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে। শেষমেশ বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। এদিন শুধু এনজেপি স্টেশনেই নয়, মালদহ স্টেশনেও সকালে একই ছবি ধরা পড়েছে। এখানে ব্রহ্মপুত্র মেল ঢোকার সঙ্গে সঙ্গে শয়ে শয়ে পরীক্ষার্থী ট্রেনে ওঠার জন্য ধাক্কাধাক্কি শুরু করে। অভিযোগ আরপিএফ তাদের ওই ট্রেনে উঠতে বাধা দেয়। তাতেই পরিস্থিতি ঘোরাল আকার নেয়। শুরু হয় ট্রেনটির এসি কামরায় ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। তাণ্ডবে রেলের সম্পত্তির কিছু ক্ষতি হয়েছে।