মৃত অনুপমের পরিবারের লোকজনের বিক্ষোভের মুখে পড়তে হল অনুপম খুনে ধৃত তাঁর স্ত্রী মনুয়া মজুমদার ও মনুয়ার প্রেমিক অজিত রায়কে। এদিন তাদের বারাসত আদালতে পেশ করে পুলিশ। আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপর তাদের যখন বার করে আনা হচ্ছে তখন মৃত অনুপমের পরিবার পরিজনেরা হাতে প্ল্যাকার্ড হাতে মনুয়া ও অজিতকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হন হৃদয়পুরের বাসিন্দারা। মনুয়া-অজিতের উদ্দেশ্যে কটূক্তিও করা হয়। পুলিশ ২ জনকে সকলের হাত এড়িয়ে প্রিজন ভ্যানে তুলে দেয়। কিন্তু অনুপমের ক্ষুব্ধ আত্মীয়দের হাত থেকে রেহাই পাননি মনুয়া-অজিতের আইনজীবী। এদিন কোর্ট চত্বরে সাংবাদিকরা যখন ওই আইনজীবীর সঙ্গে কথা বলছেন তখন আচমকাই তাঁকে বিক্ষোভকারীদের হাতে হেনস্থার শিকার হতে হয়। পরে পুলিশ অবস্থা নিয়ন্ত্রণে আনে।