ভুয়ো চিকিৎসক কথাটা হালফিল মানুষের মনে গেঁথে বসেছে। সবাই পাড়ার বহুদিনের চিকিৎসককেও আড়চোখে দেখছেন। বড় হাসপাতালে কোনও চিকিৎসক রোগীকে দেখতে এলেও রোগীর পরিবারের খুব ইচ্ছে করছে সরাসরি জিজ্ঞেস করেন আপনি ভুয়ো নন তো? দেখি আপনার কাগজপত্র! তবে ভদ্রতার খাতিরে তা হয়তো পেরে উঠছেন না। তবে সন্দেহটা থেকেই যাচ্ছে। আর সন্দেহের বীজ যে কত গভীরে তা এদিন বীরভূমের মল্লারপুরেই পরিস্কার হয়ে গেল। রবিবার মল্লারপুরে স্বাস্থ্য বিভাগের তরফে হেলথ ক্যাম্প ছিল। সকালে সেখানে পৌঁছন এক চিকিৎসক ও ২ স্বাস্থ্যকর্মী। কিন্তু ক্যাম্পে পৌঁছতেই বিপত্তি। তাঁদের ঘিরে ধরেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সন্দেহ এই চিকিৎসক ভুয়ো। তাঁদের দাবি চিকিৎসককে কাগজ দেখাতে বললে তিনি দেখাতে পারেননি। এরপর শুরু হয় ঘেরাও। ক্যাম্প লাটে ওঠে। পরে পুলিশ গিয়ে ওই ৩ জনকে উদ্ধার করে।