সাধারণ জমি বিবাদকে কেন্দ্র করে গত শনিবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির পাখিরালয় গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ১ জনের। জমি বিবাদকে কেন্দ্র করে ২ পক্ষের তাণ্ডবে গুলিবিদ্ধ হন আরও ৫ জন। এদের মধ্যে ১ জন অষ্টম শ্রেণির ছাত্র। এঁরা সকলেই এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া গ্রাম জুড়ে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুঠপাট, শ্লীলতাহানি সবই হয় কয়েক ঘণ্টার ব্যবধানে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবস্থা আয়ত্তে আনলেও চাপা উত্তেজনা রয়েছে। শনিবারের পর রবিবারও পাখিরালয় জুড়ে শ্মশানের নিস্তব্ধতা। থমথম করছে গোটা গ্রাম। এদিকে ঘটনার পর পুলিশকে ঘিরে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভে রাজনীতির রঙ লেগেছে আপাত দৃষ্টিতে গ্রাম্য বিবাদে। বিজেপির তরফে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করা হয়। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি, এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। এক তৃণমূলকর্মী সম্প্রতি বিজেপিতে যোগ দিয়ে গণ্ডগোল পাকিয়েছেন। মৃত নিজামুদ্দিন মোল্লা তাদের দলের লোক বলে দাবি করেছে তৃণমূল।