State

পাহাড়ে অশান্তির দায় তৃণমূলের ঘাড়ে চাপালেন বিমল গুরুং

পাহাড়ে অশান্তির দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী যখনই পাহাড়ে আসেন তখনই অশান্তি ছড়ান। উন্নয়ন বা বিকাশ মুখ্যমন্ত্রীর কাজ। কিন্তু তা না করে তিনি অশান্তি ছড়ান। এমনকি গত বৃহস্পতিবারের ইট-বোতল বর্ষণ থেকে আগুন লাগানো, সবকিছুই তৃণমূলের ঘাড়ে চাপিয়েছেন গুরুং। তাঁর দাবি, পাহাড়ে যে গুটিকয়েক তৃণমূল কর্মী সমর্থক রয়েছেন, তাঁরাই বৃহস্পতিবার অশান্তি ছাড়ান। অবিলম্বে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করারও দাবি জানান বিমল গুরুং। এদিকে জিটিএ-তে মোর্চা আর থাকবে কিনা তা স্থির করতে আগামী শনিবার বৈঠকে বসছে মোর্চা। বৈঠকে পরবর্তী কর্মসূচিও স্থির করবে তারা। বিমল গুরুংয়ের নেতৃত্বেই হবে এই বৈঠক।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button