
ভোটের আগে বোমা উদ্ধার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রবিবারও মুর্শিদাবাদের বিন্দারপুরের একটি বাড়ি থেকে ৪০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের রুটিন তল্লাশির সময়ই বোমাগুলি উদ্ধার হয়। ড্রামে ভর্তি করা ছিল বোমাগুলি। যে বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে সেখানে এক বৃদ্ধা থাকেন। স্বামী মারা গেছেন অনেকদিন আগেই। ছেলেও কাজের সন্ধানে বাইরে। এমন এক মহিলার সঙ্গে বোমা রাখার যোগ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, এদিন পাশের বাড়িতে এক ব্যক্তিকে ধরতে এসেছিল পুলিশ। সেইসময়ই তল্লাশির সময় বোমা ভর্তি ড্রাম ২টি তাঁদের নজরে পড়ে।