চাপের মুখে পাহাড়ে বন্ধের রাজনীতি থেকে পিছু হটলেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। আগামী দিনে পাহাড়ে আর বন্ধ হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। বন্ধে সমস্যা হওয়ার জন্য পর্যটকদের কাছে ক্ষমাও চেয়ে নেন গুরুং। পাশাপাশি দাবি করেন, গত শুক্রবারের বন্ধ তিনি ডাকেননি। মোর্চার কিছু যুব কর্মী সমর্থক বন্ধ ডেকেছিলেন। পাশাপাশি অবশ্য আগের দিনের অবস্থান থেকে পিছু হঠতে এদিনও দেখা যায়নি তাঁকে। বরং সগর্বেই জানিয়েছেন পাহাড়ের মুখ্যমন্ত্রী তিনিই। এদিন পাতলেবাসে মোর্চার জরুরি বৈঠক তলব করেন বিমল গুরুং। সেখানেই হয়তো মোর্চার পরবর্তী কর্মসূচি স্থির হবে।