রবিবার বেলায় আসানসোলের একটি টায়ারের গুদামে আগুন লেগে উত্তেজনা ছড়াল। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এদিকে টায়ার ও বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ভয়াবহ চেহারা নেয়। খোলা জানালা দিয়ে গলগল করে কালো ধোঁয়া বার হতে থাকে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের প্রাথমিক ধারণা শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন আসানসোলের মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি। নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজের তদারকিও করেন তিনি। জলের সমস্যা থাকায় আগুন নেভাতে দমকলকে কিছুটা বেগ পেতে হয়। ফলে তারা কেমিক্যাল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।