একটি আবাসনের নিরাপত্তারক্ষী খুনের ঘটনায় গ্রেফতার করা হল হাওড়ার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শৈলেশ রাইকে। তার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। পুলিশ লকআপ থেকে এদিন তাকে হাওড়া আদালতে নিয়ে আসা হয়। কিন্তু আদালতে ঢোকার মুখে উপযুক্ত শাস্তির দাবিতে কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়তে হয় শৈলেশ রাইকে। তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। অবশেষে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। পরে যদিও পুলিশের লাঠিচার্জের মুখে পিছু হঠেন কংগ্রেস সমর্থকেরা।