
একটি ১১ ফুট লম্বা বাঘের চামড়া উদ্ধার করল বন দফতর। চামড়াটি একটি রয়েল বেঙ্গল টাইগারের বলে জানান হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে হাসিমারা জঙ্গলে হানা দেয় বন দফতরের বেলাকোবা রেঞ্জের টাস্ক ফোর্স। সেখান থেকেই চামড়াটি উদ্ধার হয়। বন দফতরের প্রাথমিক অনুমান চামড়াটি ভুটান থেকে নেপালে পাচার করার চেষ্টা হচ্ছিল। পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে আটক করেছে বন দফতর। তাদের মধ্যে ২ জন স্থানীয় বাসিন্দা এবং অন্য ২ জন অসমের বাসিন্দা। শুধু চামড়াই নয়, প্রায় ৯০ টি হাড়ের টুকরোও উদ্ধার করেছে বন দফতর।