দার্জিলিংয়ের পাশাপাশি এদিন কার্শিয়ংও ছিল উত্তপ্ত। মোর্চা নেতা বিমল গুরুংয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, তির-ধনুক, বিস্ফোরক ও টাকা উদ্ধারের পর মোর্চার তাণ্ডবে ফের অশান্ত হয়ে ওঠে পাহাড়। কার্শিয়ংয়ে সেরিকালচার দফতরে আগুন ধরিয়ে দেন মোর্চা সমর্থকেরা। আগুন লাগানোর চেষ্টা হয় হিলটপ ট্যুরিস্ট লজেও। তবে শেষ পর্যন্ত লজে আগুন লাগিয়ে উঠতে পারেননি মোর্চা সমর্থকেরা। স্থানীয় মানুষ সেই চেষ্টা রুখে দেন। এদিন অশান্তি ছড়ানোর অভিযোগে কার্শিয়ং থেকে মোর্চা শ্রমিক সংগঠনের নেত্রী করুণা গুরুংকে গ্রেফতার করে পুলিশ। সিংমারিতেও মোর্চার দলীয় কার্যালয়ের সামনে পুলিশি টহলদারির সময়ে মোর্চা সমর্থকেরা আক্রমণ শুরু করে। পুলিশ মোর্চা খণ্ডযুদ্ধ শুরু হয়। অশান্তি ছড়ানোর অভিযোগে মোর্চা নেতা বিনয় প্রধানকে গ্রেফতার করে পুলিশ।