বাজারের থলি ঝুলিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন ২ ভাই। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে এলাকা ছাড়ে। সেইসময়ে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হন এক মধ্যবয়সী মহিলা। তাঁর কাঁধে গুলি লাগে। তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার জপুরে। এই ঘটনার পিছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মৃত ২ ভাই শেখ শাহজাহান ও শেখ লালচাঁদের সঙ্গে সেখ ইমতিয়াজ গোষ্ঠীর গণ্ডগোল এখানে অনেকের কাছেই সুপরিচিত। পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে মনে করছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এদিকে হাওড়ার পাশাপাশি ডায়মন্ডহারবারেও এক তৃণমূল কর্মীকে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। কুশবেরিয়া মোড়ের কাছে ওই তৃণমূল কর্মীকে ঘিরে ধরে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।