দার্জিলিংয়ের বিধায়ক অমর রাইয়ের ছেলে বিক্রম রাইকে গ্রেফতার করল পুলিশ। বিক্রম মোর্চার মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। জিটিএ কার্যালয় ভানুভবনের সামনে হিংসা ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়ে। পরে শনিবার বেলায় ব্যক্তিগত বণ্ডে জামিন পান তিনি। এদিকে মোর্চা নেতা বিনয় তামাংয়ের বাড়িতেও মধ্যরাতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিনয় তামাংয়ের দাবি, পুলিশ ও তৃণমূল কর্মীরা যৌথভাবে তাঁর বাড়িতে ভাঙচুর চালিয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। বরং পুলিশের পাল্টা দাবি এই হামলার পিছনে গোর্খা লিগের হাত রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলও। শুধু মোর্চা নেতাই নয়, লেবংয়ে এক তৃণমূল নেতার বড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তাঁর বাড়িতে রাতে পেট্রোল বোমাও মারা হয়। দেওরাজ গুরুং নামে ওই তৃণমূল নেতার দাবি, এই হামলা চালিয়েছেন মোর্চা সমর্থকেরা। এদিকে পাহাড়ে মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বন্ধে হিংসার ঘটনা অব্যাহত। বিজনবাড়িতে একটি পিডব্লিউডি-র বাংলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একাধিক জায়গায় লুকিয়ে-চুরিয়ে আক্রমণ চালাচ্ছেন মোর্চা সমর্থকেরা।