
পাহাড় বন্ধে শনিবার সকালে ফের আক্রমণাত্মক চেহারা নিল মোর্চা। এদিন সকালে ২টি মিছিল বার হয়। একটি সিংমারিতে, অন্যটি লেবং থেকে। দুটি মিছিলের সামনেই ছিলেন মহিলা মোর্চা সমর্থকেরা। চকবাজারের কাছে একটি মিছিল আটকালে সেখানে পুলিশের সঙ্গে মোর্চা সমর্থকদের বচসা শুরু হয়। চকবাজারে যখন বচসার পরিস্থিতি, তখন বেলা সাড়ে ১১টা নাগাদ আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে সিংমারি। এদিন সকাল থেকেই মেঘে ঢাকা পাহাড়। মাঝেমধ্যেই বৃষ্টি নামছে। ধোঁয়াশায় দৃশ্যমানতাও কমে গিয়েছে। এই অবস্থায় সিংমারি কিন্তু রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ কাঁদানে গ্যাসে শেল ফাটিয়ে ও লাঠিচার্জ করে মোর্চা সমর্থকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করেন মোর্চা সমর্থকেরা। বড় বড় পাথরের টুকরো বৃষ্টির মত পড়তে থাকে পুলিশের ওপর। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও তেমন কাজ হয়নি। কারণ শেল ফেটে যেই ধোঁয়া বার হতে শুরু করছিল তখনই মারমুখী মোর্চা সমর্থকেরা অলিগলিতে লুকিয়ে পড়ছিলেন। ফের বেরিয়ে এসে পাথর বর্ষণ। চেনা জায়গা হওয়ায় তাঁরা নিজেদের বাঁচানোর পথ সহজেই খুঁজে নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালিয়ে যান। পাল্টা পুলিশ একটু করে এগিয়েও ফের পিছিয়ে আসছিল। সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।